ক্রঃ নং |
নির্ধারিত সেবা |
সেবা গ্রহীতা |
সেবা প্রদানের সংক্ষিপ্ত পদ্ধতি /সর্বোচ্চ সময়সীমা |
সেবা প্রদানকারী কর্মকর্তা/কর্মচারী |
০১ |
ভিজিডি
|
ইউনিয়ন পরিষদের সরকারী নীতিমালার আলোকে দুঃস্থ ,অসহায় মহিলা গণ |
সংক্ষিপ্ত পদ্ধতি: ২ বছর মেয়াদী সরকারী বরাদ্দ অনুযায়ী ইউনিয়ন কমিটির মাধ্যমে তালিকা পাওয়ার পর উপজেলা কমিটির মাধ্যমে চুড়ান্ত করা হয়। সময়সীমা: ২ বছর। |
প্রোগ্রাম অফিসার
|
০২ |
মাতৃত্ব কাল ভাতা |
ইউনিয়ন পরিষদের সরকারী নীতিমালার আলোকে দুঃস্থ ,অসহায় গর্ভবতী মহিলা গণ |
সংক্ষিপ্ত পদ্ধতি: ২ বছর মেয়াদী সরকারী বরাদ্দ অনুযায়ী ইউনিয়ন কমিটির মাধ্যমে তালিকা পাওয়ার পর উপজেলা কমিটির মাধ্যমে চুড়ান্ত করা হয়। সময়সীমা : ২ বছর। |
প্রোগ্রাম অফিসার |
০৩ |
মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ |
বেকার/স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মহিলা গণ |
সংক্ষিপ্ত পদ্ধতি : সরাসরি আবেদন ও স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাধ্যমে আবেদন করতে হবে এবং সরকারী নীতিমালার আলোকে যাচাই বাছাই পূর্বক উপজেলা কমিটির মাধ্যমে ঋণ প্রদান করা হয়। সময়সীমা: পূর্ণাঙ্গ আবেদনের ভিত্তিতে |
প্রোগ্রাম অফিসার |
০৪ |
স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন |
শিক্ষিত বেকার মহিলা গণ। |
সংক্ষিপ্ত পদ্ধতি: নীতিমালার আলোকে গঠনতন্ত্র সহ যাবতীয় কাগজ পত্র দাখিলের পর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, রেজিষ্ট্রেশন প্রদান করেন। সময়সীমা: পূর্ণাঙ্গ আবেদনের ভিত্তিতে |
প্রোগ্রাম অফিসার |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS